মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস উপলক্ষে আজ অনুষ্ঠিত হয়েছে আলোচিত প্রোগ্রামটি, যার পেছনের মুখ্য আয়োজক ছিলেন ’আপ বাংলাদেশ’ এর কেন্দ্রীয় নেতা রিদওয়ান হাসান। তবে অনুষ্ঠান সফলভাবে শেষ হলেও, তাকে ঘিরে চলছে একাধিক আর্থিক দুর্নীতি ও আস্থাহীনতার আলোচনা।
জুলাই মাসের শুরুতে রিদওয়ান হাসান ছিলেন জুলাই আন্দোলনের বিরোধী। বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও আলেম সমাজের আহ্বায়ক হিসেবে পরিচিত হলেও, শেষ দিকে হঠাৎ করে মাঠে নামেন এবং অংশগ্রহণ করেন আন্দোলনে। এই সীমিত অবদানকে পুঁজি করে তিনি নিজেকে আলেম সমাজের মধ্যে "মহানায়ক" হিসেবে তুলে ধরতে চাইছেন বলে অভিযোগ উঠেছে।
২১ জুলাই ছিল মাদ্রাসা শিক্ষার্থীদের ‘প্রতিরোধ দিবস’। এ উপলক্ষে একটি রাষ্ট্রীয় বাজেটভিত্তিক প্রোগ্রামের আয়োজন করা হয়। যদিও প্রাথমিকভাবে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছিল, পরবর্তীতে আজ (৪ আগস্ট) তা বাস্তবায়ন করা হয়।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রোগ্রামের মূল বাজেট ছিল প্রায় ৪০ লাখ টাকা। এর মধ্যে ২১ লাখ টাকা সরাসরি প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির কাছে হস্তান্তর করা হয়। কিন্তু বাজেট বরাদ্দ ও খরচের বিষয়ে কোনো স্বচ্ছতা দেখানো হয়নি।
প্রোগ্রামের অন্যতম আয়োজক রিদওয়ান হাসান গতকাল রাত পর্যন্ত দাবি করেন, তার কাছে বাজেট পৌঁছেনি এবং তিনি প্রোগ্রামের বিস্তারিত কিছুই জানেন না। অথচ আজ স্পষ্টভাবে দেখা যায়, তিনি ছিলেন প্রোগ্রামের মূল সংগঠক এবং অর্থ ব্যবস্থাপক।
অভিযোগ রয়েছে, বাজেট গ্রহণের বিষয়ে রিদওয়ান হাসান ও তার ঘনিষ্ঠদের পক্ষ থেকে বাস্তবায়ন কমিটিকে কিছুই জানানো হয়নি। বরং তাদের বাদ দিয়েই প্রোগ্রাম বাস্তবায়ন করা হয়। অর্থনৈতিক অনিয়ম এবং অস্বচ্ছ হিসাব নিয়ে রয়েছে অনেক প্রশ্ন, যার সন্তোষজনক জবাব এখনও মেলেনি।
এই কর্মকাণ্ডে রিদওয়ান হাসানের সঙ্গে যুক্ত রয়েছেন জামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম মুফতী ইমাম উদ্দিন এবং কুতুবখালী মাদ্রাসার মুহতামিম মাওলানা সাকিব সাহেব, যাদের আন্দোলনের কোনো পূর্ব ইতিহাস নেই বলেও দাবি করেছেন সংশ্লিষ্টরা।
প্রমাণসহ এসব অভিযোগ তুলে ধরতে আজ প্রোগ্রামস্থলে উপস্থিত ছিলেন আন্দোলনের পুরোনো কর্মীরা। কিন্তু গণমাধ্যমের অনুপস্থিতির কারণে তারা প্রকাশ্যে সবকিছু তুলে ধরতে পারেননি।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.