গাজায় ইসরায়েলের ভয়াবহতম আগ্রাসন চলমান রেখেছে। নির্বিচার হামলায় একদিনে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৭১ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ২৫১ জন। শুক্রবার (২২ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করেছে। খবর আনাদোলু এজেন্সি
গাজা সিটিতে তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার সেখানে ৩৭ জনের মৃত্যু হয়েছে। শেখ রেদওয়ানে আশ্রয়শিবির হিসেবে ব্যবহৃত একটি স্কুলকে লক্ষ্য করে বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী, যার ফলে ১২ জন প্রাণ হারিয়েছেন। হামলা হয়েছে তুফাহ এলাকায়ও। দক্ষিণে খান ইউনিসের একটি তাবুতে বোমাবর্ষণে ৫ জন নিহত হয়েছেন, এদের মধ্যে ৪ জন শিশু।
মধ্য গাজার মাঘাজি ক্যাম্পে এবং উত্তর গাজার জাবালিয়া আলা বালাদেও আইডিএফ ব্যাপক বোমাবর্ষণ করেছে। ত্রাণ সংগ্রহকারীদের ওপর গুলিতে আরও ৭ জন নিহত হয়েছেন।
এদিকে, হামাস যদি যুদ্ধবিরতির শর্তে রাজি না হয়, তবে গাজা সিটি পুরোপুরি ধ্বংস করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী।
প্রসঙ্গত, ইসরায়েলি হামলায় নভেম্বর ২০২৩ সালের পর থেকে গাজা উপত্যকায় কমপক্ষে ৬২ হাজার ২৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত ১ লাখ ৫৭ হাজার ৩৬৫ জনে পৌঁছেছে।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.