বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আনা আপিল শুনানির জন্য গ্রহণ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী ২১ অক্টোবর এই আপিলের ওপর শুনানির দিন ধার্য করা হয়েছে।
বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ তারিখে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়টি নতুন করে আইনি পর্যালোচনার মধ্যে এলো।
আদালতে বিএনপি, জামায়াতে ইসলামী এবং দেশের পাঁচজন বিশিষ্ট নাগরিকের পক্ষ থেকে করা পৃথক চারটি রিভিউ আবেদনের ওপর দ্বিতীয় দিনের শুনানি শেষে এই সিদ্ধান্ত আসে। আবেদনকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
শুনানিতে আপিল বিভাগ জানিয়েছে যে তারা নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে একটি কার্যকর ও টেকসই সমাধান চায়, যা বারংবার বিতর্কের জন্ম দেবে না এবং দেশে গণতন্ত্রকে সুদূরপ্রসারী ইতিবাচক ধারায় এগিয়ে নিয়ে যাবে।
এর আগে ২০১১ সালের ১০ মে আপিল বিভাগের এক রায়ে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী, যা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অন্তর্ভুক্ত করেছিল, তা বাতিল ও অসাংবিধানিক ঘোষণা করা হয়। সেই রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্যই এই আবেদনগুলো করা হয়েছিল, যা এখন আপিল হিসেবে শুনানির জন্য গৃহীত হলো
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.