আরিয়ান খান, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার রামু উপজেলার ঈদগড় ছগিরাকাটায় সরকারি কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ—সারাদিন ক্লিনিকের দরজা তালাবদ্ধ থাকে, ফলে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ
স্থানীয়দের দাবি, গত কয়েকদিন ধরে ক্লিনিকের স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে। নির্ধারিত অফিস সময় থাকলেও কোনো স্বাস্থ্যকর্মীকে পাওয়া যায় না। এতে করে রোগীরা চিকিৎসা না পেয়ে চরম দুর্ভোগে পড়ছেন।
একজন ভুক্তভোগী জানান, “সরকারি ক্লিনিক ভেবে ভরসা করি, কিন্ত দরজায় সারাদিন তালা ঝুলতে দেখি। চিকিৎসা না পেয়ে অনেক সময় দূরের হাসপাতালে যেতে হয়, যা আমাদের জন্য ব্যয়বহুল ও কষ্টকর।”
আরেকজন বলেন, “এই অঞ্চলের মানুষ সরকারি স্বাস্থ্যসেবার উপর নির্ভরশীল। অথচ ক্লিনিকের অব্যবস্থাপনার কারণে আমরা তা থেকে বঞ্চিত হচ্ছি।”
স্থানীয়দের অভিযোগ, সরকারি তত্ত্বাবধানে পরিচালিত হলেও এই ক্লিনিক কার্যত অকার্যকর হয়ে পড়েছে। তারা দ্রুত সমস্যার সমাধান এবং নিয়মিত স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.