ময়মনসিংহ, ৩১ আগস্ট, ২০২৫: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ তারিখে ময়মনসিংহে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে দিয়ে রেলপথ অবরোধ করেন। সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী জব্বারের মোড় এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়, যার ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
"কৃষিবিদ ঐক্য পরিষদ" এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা তাদের দীর্ঘদিনের দাবিগুলো তুলে ধরেন। আন্দোলনরত শিক্ষার্থীদের উত্থাপিত তিন দফা দাবিগুলো হলো:
১. ১০ম গ্রেডের পদ সংরক্ষণ: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানগুলোতে ১০ম গ্রেডের (যেমন: উপ-সহকারী কৃষি কর্মকর্তা) পদগুলো শুধুমাত্র কৃষিবিদদের (কৃষি বিষয়ে স্নাতক ডিগ্রিধারী) জন্য সংরক্ষণ করতে হবে।
২. সরাসরি নিয়োগ: উক্ত পদগুলো থেকে ৯ম গ্রেডে পদোন্নতির ক্ষেত্রে কোনো প্রকার কোটা পদ্ধতি রাখা যাবে না এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়া পদোন্নতি দেওয়া বন্ধ করতে হবে।
৩. 'কৃষিবিদ' উপাধির সুরক্ষা: কৃষি বা এর সাথে সরাসরি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ নামের সাথে 'কৃষিবিদ' উপাধি ব্যবহার করতে পারবেন না এবং এই মর্মে একটি সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।
ঘটনাস্থলে শিক্ষার্থীরা রেললাইনের উপর অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। অবরোধের কারণে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে এবং ঢাকা-ময়মনসিংহ রুটের ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে, ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ প্রত্যাহারের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বা রেলওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সমাধানের চেষ্টা চলছে বলে জানা গেছে। তবে অবরোধ কতক্ষণ স্থায়ী হয়েছিল এবং ঠিক কখন বা কীভাবে এর অবসান হয়, সে সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.