সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে ৯ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ। তানজিদ তামিমের অনবদ্য ব্যাটিংয়ে ডাচদের দেয়া ১০৪ রানের লক্ষ্য খুব সহজেই টপকে যায় টাইগাররা।
সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দলীয় ১৪ রানে ভাঙে ডাচদের ওপেনিং জুটি। মাত্র ৮ রান করে নাসুমের স্পিনে কাটা পড়েন ম্যাক্স ও’ডাউড। পরের বলেই নাসুমের দ্বিতীয় শিকারে পরিণত হন তেজা নিদামানুরু। আরেক ওপেনার বিক্রমজিত সিং ২৪ রান করে তাসকিনের শিকারে পরিণত হন।
আর অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে মোস্তাফিজ ফেরালে ৫৫ রানে চতুর্থ উইকেট হারায় নেদারল্যান্ডস। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ডাচ শিবির। শেষ দিকে আরিয়ান দত্তের ৩০ রানের ইনিংসে দলীয় সংগ্রহ একশ পেরোয় নেদারল্যান্ডস। ১৫ বল বাকি থাকতেই তাদের ইনিংস থামে ১০৩ রানে। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন নাসুম আহমেদ।
জবাবে ব্যাট করতে নেমে ৪০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ২১ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন ইমন। এরপর অধিনায়ক লিটন দাসকে নিয়ে জয়ের ভিত গড়তে থাকেন তানজিদ তামিম। নিজের অর্ধশতক তুলে নেন এই ওপেনার। শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন তামিম-লিটন জুটি।
প্রসঙ্গত, আগামী ৩ সেপ্টেম্বর সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.