জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমানকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়েছে। এতে তিনি আহত হয়েছেন। তাকে তাৎক্ষণিকভাবে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঢাকার বিজয়নগর রোডে কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। দলটির সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, খন্দকার লুৎফর রহমানের ওপর হামলার ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের হামলাকে আমরা এক গভীর চক্রান্ত মনে করি। আগামী নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রও হতে পারে। সরকারের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা।
বিবৃতিতে আরও বলা হয়, সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের ঐক্যই গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রকে প্রতিহত করে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠিত করবে।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.