পবিত্র ঈদে মিলাদুন্নবী উপল্লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ঢাকার উদ্যোগে পালিত হয়েছে জশনে জুলুস (আনন্দ র্যালি)।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মোহাম্মদপুর কাদেরিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয় র্যালিটি। মোহাম্মদপুর শাহজাহান রোড, ইকবাল রোড, আসাদ গেট, মিরপুর রোড, ধানমন্ডি ২৭ নং রোড ঘুরে সাত মসজিদ রোড, শিয়া মসজিদ হয়ে মোহাম্মদপুরে গিয়ে শেষ হয় জশনে জুলুস।
এ বছর জুলুসের নেতৃত্ব দেন সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্। জুলুস শেষে মাহফিলে সভাপতিত্ব করবেন তিনি। বিশেষ মেহমান হিসেবে আরও উপস্থিত থাকবেন সৈয়্যদ মুহাম্মদ কাশিম শাহ্ ও সৈয়্যদ মুহাম্মদ মেহমুদ শাহ্।
উল্লেখ্য, আগামী ৬ সেপ্টেম্বর (১২ রবিউল আউয়াল) বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী পালিত হবে। দিনটি ইসলাম ধর্মের প্রচারক মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন হিসেবে পালিত হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.