পর্তুগালের রাজধানী লিসবনে ক্যাবল ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১৮ জন।
বুধবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, দুর্ঘটনায় আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের মধ্যে বিদেশিরাও রয়েছে। তবে তাদের জাতীয়তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয় ট্রেনের একটি বগি। উল্টে গিয়ে একটি ভবনের সাথে আঘাত লেগে দুমড়েমুচড়ে যায় সেটি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অনেকের। আটকা পড়াদের উদ্ধার করে জরুরি বিভাগ। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। এ বিষয়ে অত্যন্ত গুরুত্বের তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য, পর্তুগালে পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয় এই ক্যাবল ট্রেন। ১৮৮৫ সালে যাত্রা শুরু হয়েছিল হলুদ রংয়ের আইকনিক এই যানের।
অপরদিকে, ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো, ইইউ কমিশনের প্রধান উরসুলা ভন দের লিয়েনসহ ইউরোপীয় নেতারা।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.