কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এর মধ্য দিয়ে চার বছর পর নেপালের বিরুদ্ধে ড্র করলো জামালরা। এ নিয়ে নেপালের বিপক্ষে টানা ছয় ম্যাচ জয়হীন থাকলো বাংলাদেশ। যার মধ্যে আজকেরটিসহ চারটিই ড্র।
হামজা-শমিতদের ছাড়াই এই ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। মিতুল মার্মা দলের বাইরে থাকায় জাতীয় দলে অভিষেক হয় সুজন হোসেনের।
ম্যাচের শুরু থেকেই চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণের খেলা। প্রথমার্ধে খুব বেশি বড় পরীক্ষায় পড়তে হয়নি দুই দলের কোনও গোলরক্ষককে।
আক্রমণ করলেও পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেনি নেপাল। তবে ম্যাচের ৩৬ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় মেলেনি সেই কাঙ্ক্ষিত গোলের। দ্বিতীয়ার্ধেও ঘটে প্রথমার্ধের পুনরাবৃত্তি। শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।
৯ সেপ্টেম্বর একই মাঠে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ–নেপাল।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.