নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং সিপিএন-ইউএমএল দলের চেয়ারম্যান কে পি শর্মা অলির অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া গেছে। তিনি বর্তমানে সামরিক নিরাপত্তায় দেশের মধ্যেই আছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) নেপালের সংবাদমাধ্যম খবর হাব জানিয়েছে, শিবপুরী নামক স্থানে একটি নিরাপদ সামরিক সীমানার মধ্যে রয়েছেন কে পি শর্মা। সেখান থেকে তিনি জেন-জি তরুণদের উদ্দেশে একটি লিখিত বার্তা দিয়েছেন।
বার্তায় ব্যক্তিগত শোক, সংগ্রাম এবং শাসনব্যবস্থা নিয়ে কথা বলেছেন তিনি। বিক্ষোভের সময় পুলিশের গুলিতে প্রাণ হারানো তরুণদের প্রতি শ্রদ্ধা জানান এবং সন্তান হারানোর নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করেন।
তিনি বলেন, 'পরিবর্তনের লড়াইয়ে রাষ্ট্রের দেওয়া প্রদত্ত আঘাতের কারণে আমার কোনো সন্তান নেই, কিন্তু বাবা হওয়ার আকাঙ্ক্ষা কখনো মরেনি।'
কে পি শর্মা ১৯৯৪ সালে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের কথা স্মরণ করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালে তার প্রশাসন কোনো গুলি চালায়নি।
দেশের বর্তমান পরিণতির পেছনেও অন্য হাত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অফিসে অগ্নিসংযোগ এবং ধ্বংসযজ্ঞ এলোমেলো কিছু ছিল না। তোমাদের নিরীহ মুখগুলোকে বিভ্রান্তিকর রাজনীতির জন্য ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত সোমবার থেকে শুরু হওয়া জেন-জি বিক্ষোভে ৩০ জন নিহত এবং সরকারি সম্পত্তি ও সংবেদনশীল সরকারি নথিপত্রের ব্যাপক ক্ষতি হয়েছে। পদত্যাগের দাবিতে ক্রমবর্ধমান দাবি সত্ত্বেও কে পি শর্মা মঙ্গলবার পর্যন্ত পদে বহাল ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.