শাহীন শওকত, (কবিদের কবি) এর কবিতার বই ‘রাত্রিলিপি’।
বইটি অনলাইনে www.rokomari.com থেকে ঘরে বসেও সংগ্রহ করতে পারবেন। ‘রাত্রিলিপি’ বই থেকে একটি কবিতাঃ
অনন্ত জন্মের আগে
শাহীন শওকত
———————————————–
জন্ম মুহূর্তেই যে আমাকে হত্যা করে গেছে
বৃক্ষের পাতায় সংক্রামিত হলো তার ছায়া
কুঠারের দাঁতে গেঁথে পুনর্বার ভেতরে চূর্ণিত হই
যখন গাছের কাণ্ড ঘিরে নামে
লক্ষ পেশির বিস্তার।
আমাকে বিদীর্ণ করে চতুর্ধার করাতের চাকা
বিখণ্ডিত দেহে থেমে গেলে অসংখ্য পাতার কোলাহল
তবু তুমি একবার বোসো এই
শিলাগুঁড়ি পেতে।
অন্ধকারে চেয়ে দেখো
কিভাবে জাগছে মৃত জলাধার
রাত্রিব্যাপী উড়ে যাচ্ছে ছিন্ন ডানা
নুয়ে পড়া পাতার আড়ালে আবার উঠছে ঝড়।
বহুরাত খণ্ডিত দেহের পাশে জেগে থেকে
তুমি জেনে যাবে অন্ধকারে মৃত্যু নেই কারো।