বর্ষা
শাহীন শওকত
————————————–
অনেক অর্থই হতে পারে তোমার কথার
যখন অস্ফুট অশ্রুসিক্ত নদী মৃদু ঢেউ তুলে
বয়ে চলে তোমার ভেতর
কি বার্তা তখন বাতাসে ছড়ায়
মেঘবার্তা ছাড়া এমন বর্ষায় আর কোনো কথা নেই
‘বর্ষা’ এই নামের স্বার্থকতায় তুমি জাগতিক
ঘন কালো মেঘ
মিশে আছ বাংলার আকাশে
অতএব হে শ্যামাঙ্গিনী
নামো তোমার ভেতর
নামো আমার ভেতর
জল আর ছল হয়ে!
‘নীল নবঘনে আষাঢ়গগনে’
যখন আকাশ দিনমান মেঘে মেঘে ঢাকা।