বৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান সহকারী শাহনাজ পারভীনকে (৫৫) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান এ আদেশ দেন।
জানা যায়, শাহনাজ পারভীনের স্বামী সুলতানুল আলম চৌধুরী চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে কর্মরত। এ দম্পতির বিরুদ্ধে প্রায় ৭৮ লাখ টাকার আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছিল দুদক। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শাহনাজ পারভীনকে আদালতে পাঠায় নগরীর ডবলমুরিং থানা পুলিশ।
দুদকের আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ লাবলু জানান, সোমবার রাতে নগরীর ডবলমুরিং এলাকা থেকে শাহনাজ পারভীনকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
দুদক সূত্র জানায়, শাহনাজ পারভীন ১৯৯১ সালে অফিস সহকারী পদে কৃষি সম্প্রসারণ অধিদফতরে যোগ দেন। তার দাখিল করা সম্পদ বিবরণীতে জ্ঞাত-আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২৭ লাখ ৯ হাজার ১৮৮ টাকার সম্পদ অর্জনের তথ্য পায় দুদক। এছাড়া অনুসন্ধানে আরও ২ লাখ ২ হাজার ২৪৩ টাকার সম্পদ বিবরণীতে গোপনের তথ্য পায় দুদক।
অন্যদিকে তার স্বামী সুলতানুল আলম চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত-আয়ের সঙ্গে সঙ্গতিহীন ৫১ লাখ ৩৩ হাজার ৮৩৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পায় সংস্থাটি। উভয়ের বিরুদ্ধে করা মামলা তদন্ত শেষে চলতি বছরের ১২ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।