ফরিদগঞ্জ (চাঁদপুর), ১১ আগস্ট ২০২৫: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বিদেশে টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে চাচার ধারালো অস্ত্রের আঘাতে ওমান ফেরত যুবক বাহার হোসেন বাবু (২৪) নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের বাবা রওশন গাজী (৫৫) এবং ভাই আরমান হোসেন (২৭) গুরুতর আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার বড়গাঁও এলাকার গাজী বাড়িতে এই নৃশংস ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত বাহার হোসেন বাবুর সাথে তার চাচা হাসান গাজীর (৪০) ওমানে থাকাকালীন আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। বাবু প্রায় ১৫ দিন আগে ওমান থেকে দেশে ফিরলে এই বিরোধ তীব্র হয়। স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির জন্য একাধিকবার সালিশি বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
ঘটনার দিন দুপুরে এ নিয়ে পুনরায় কথা কাটাকাটির এক পর্যায়ে হাসান গাজী এবং তার দুই ছেলে রাকিব ও শাকিল ধারালো অস্ত্র দিয়ে বাবুর ওপর হামলা চালায়। বাবুকে বাঁচাতে তার বাবা রওশন গাজী ও ভাই আরমান হোসেন এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনাস্থলেই বাহার হোসেন বাবু মৃত্যুর কোলে ঢলে পড়েন।
আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রওশন গাজী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আশঙ্কাজনক অবস্থায় আরমান হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার পরপরই এলাকাবাসী অভিযুক্ত চাচা হাসান গাজী ও তার এক ছেলে শাকিলকে আটক করে পুলিশে সোপর্দ করে। অপর ছেলে রাকিব পলাতক রয়েছে। কোনো কোনো সূত্রমতে, হামলায় হাসান গাজীর পুত্রবধূ সুমাইয়াও জড়িত ছিলেন।
নিহতের স্ত্রী গণমাধ্যমকে জানান, তার স্বামী বিদেশে থাকতেই চাচা হাসান গাজীর টাকা পরিশোধ করে দিয়েছেন এবং এর রশিদও তাদের কাছে রয়েছে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফর রহমান জানান, এই ঘটনায় প্রধান অভিযুক্ত হাসান গাজী ও তার এক ছেলেকে আটক করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং পুলিশ ঘটনার তদন্ত করছে।