হবিগঞ্জের নবীগঞ্জে একজন দিনমজুরের ঘরে এক ফ্যান ও একটি বাতি ব্যবহারের জন্য বিদ্যুৎ বিল এসেছে এক লাখ ৬৭ হাজার টাকা। এই ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামে, যেখানে কাজী ছাওধন মিয়া নামে এক দিনমজুরের জুলাই মাসের বিদ্যুৎ বিল হিসেবে এই অস্বাভাবিক পরিমাণ বিল ধরা হয়েছে।
সাধারণত, তার বিদ্যুৎ বিল প্রতি মাসে ২০০-৩০০ টাকার বেশি আসত না। কিন্তু জুলাই মাসের বিলে এক লাখ ৬৭ হাজার ৯৫ টাকা উল্লেখ করা হয়েছে। বিলে বলা হয়েছে, তিনি নাকি ১০ হাজার ৮৫ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করেছেন এবং এর সঙ্গে বিলম্ব ফি হিসেবে ৭ হাজার ৫৯৫ টাকা যোগ করা হয়েছে। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সবখানে তোলপাড় সৃষ্টি করেছে।
এই বিষয়ে নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অফিস জানিয়েছে যে কম্পিউটারে বিল তৈরির সময় এই ধরনের ত্রুটি ঘটেছে। তারা বিল প্রস্তুতকারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।