বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় থেকে আবারও দৃশ্যমান হয়েছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। সেপ্টেম্বরের শুরুতেই মেঘমুক্ত আকাশে উঁকি দিয়েছে বরফাবৃত এই পর্বতচূড়া, যা সাধারণত অক্টোবর ও নভেম্বর মাসে দেখা যায়।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর, ২০২৫) জেলার বিভিন্ন স্থান, বিশেষ করে তেঁতুলিয়া উপজেলার বিস্তীর্ণ সবুজ প্রান্তর থেকে কাঞ্চনজঙ্ঘার শ্বেতশুভ্র চূড়া স্পষ্টভাবে দেখা গেছে। এর আগের দিন, সোমবারও (১ সেপ্টেম্বর) পর্বতশৃঙ্গটির আংশিক দেখা মিলেছিল। সাধারণত বর্ষার পর আকাশে জমে থাকা ধূলিকণা ও মেঘ সরে গিয়ে বাতাস স্বচ্ছ হয়ে উঠলে পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ তৈরি হয়। এ বছর সেপ্টেম্বরের শুরুতে এমন পরিষ্কার আকাশ থাকায় সময়ের কিছুটা আগেই এই মনোরম দৃশ্যের দেখা মিলল।
প্রতি বছর শরৎ থেকে হেমন্তকাল পর্যন্ত পঞ্চগড়ের বিভিন্ন স্থান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। মেঘ এবং কুয়াশামুক্ত পরিবেশে দিনের প্রথমভাগে সূর্যোদয়ের সময় এবং পড়ন্ত বিকেলে এর রূপ সবচেয়ে বেশি নয়নাভিরাম হয়ে ওঠে। এসময় চূড়ার বরফের ওপর সূর্যের আলো প্রতিফলিত হয়ে বিভিন্ন রঙের আভা তৈরি করে, যা পর্যটকদের মুগ্ধ করে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া ডাকবাংলো, মহানন্দা নদীর তীর এবং জেলার আরও কিছু উঁচু স্থান থেকে কাঞ্চনজঙ্ঘা সবচেয়ে ভালোভাবে উপভোগ করা যায়। এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা পঞ্চগড়ে ভিড় জমান। এ বছরও তার ব্যতিক্রম হয়নি; কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হওয়ার খবর ছড়িয়ে পড়তেই পর্যটক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।