চাঁদপুর জেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো পূর্ণাঙ্গ ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম ‘ক্যারিয়ার কম্পাস’ এর প্রথম সেমিনার।
সোমবার (১ সেপ্টেম্বর) জেলার ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে আয়োজিত উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক আয়োজন “ক্যারিয়ার কম্পাস” সেমিনারটির আয়োজন করেন- শিক্ষার্থী দক্ষতা উন্নয়নমূলক সংগঠন “ক্যারিয়ার এইড চাঁদপুর”। প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান অপু।
সংগঠনের কো-অর্ডিনেটর আঁখি আক্তারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা। তিনি তার বক্তব্যে বলেন, “বর্তমানে আমাদের শিক্ষার্থীদের মধ্যে অদম্য শক্তির যথেষ্ট অভাব রয়েছে। যার কারণে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারছি না। এর পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের মধ্যে অনেক শৃঙ্খলার যথেষ্ট অভাব রয়েছে। শিক্ষার্থীদের মধ্যে ছেলেদের তুলনায় মেয়েরা অনেক এগিয়ে যাচ্ছে, তাই ছেলেদেরও এক সাথে তাল মিলিয়ে দক্ষতা উন্নয়ন অনেক জরুরি”।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন। শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি দক্ষতা উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিব। এসময় বক্তারা ক্যারিয়ার এইড চাঁদপুর কে ধন্যবাদ জানান আরো পরামর্শ দেন এমন আয়োজন ধারবাহিক ভাবে নির্দিষ্ট লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যেতে।
উচ্চ মাধ্যমিক পরবর্তী শিক্ষা ও দেশে-বিদেশে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ নিয়ে আলোচনা করেন ইউনিএইড চাঁদপুর-এর কর্ণধার মোহাম্মদ হাফিজ আল আসাদ। এছাড়াও আইটি খাতে দক্ষতা বৃদ্ধি এবং ফ্রিল্যান্সিং-আউটসোর্সিং এর মাধ্যমে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন Success IT-এর পরিচালক রাসেল হোসেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে ‘লিডার্স সার্চিং’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।
পরবর্তীতে প্রধান ও বিশেষ অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ক্যারিয়ার এইড চাঁদপুরের সভাপতি মেহেদী হাসান অপু। অনুষ্ঠান শেষ পর্বে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নর্থভিউ লার্নিং সেন্টার-এর ব্যবস্থাপক আফসার উদ্দিন।
“ক্যারিয়ার কম্পাস” সেমিনার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যৎ শিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে দিকনির্দেশনা পেয়ে উপকৃত হয়েছে। ক্যারিয়ার এইড চাঁদপুর ধারাবাহিক ভাবে জেলার ১৫টি কলেজে এমন আয়োজন করবে বলে জানান প্রতিষ্ঠানটির দায়িত্বশীলরা।