শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, ড. মুহাম্মদ ইউনূস, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে বলেছেন যে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ ও মহান আদর্শ বিশ্ববাসীর জন্য সর্বোৎকৃষ্ট এবং অনুসরণীয়। বর্তমান সংঘাতপূর্ণ বিশ্বে শান্তি, ন্যায়বিচার ও কল্যাণ প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের জন্য তিনি বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান।
শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, এ প্রদত্ত বাণীতে ড. ইউনূস বলেন, আল্লাহ তাআলা সমগ্র বিশ্বের জন্য রহমতস্বরূপ হযরত মুহাম্মদ (সা.)-কে প্রেরণ করেছেন। তিনি মানবজাতিকে কুসংস্কার, অন্যায়, জুলুম ও পাপাচারে নিমজ্জিত অন্ধকার থেকে মুক্ত করতে শান্তির বার্তা নিয়ে এসেছিলেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, “ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মহান আদর্শ ও সুন্নাহ্ সকল মানুষের জন্য সর্বোৎকৃষ্ট অনুসরণীয় আদর্শ। এর মধ্যেই নিহিত রয়েছে মুসলিম উম্মাহর জন্য অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি।”
তিনি পবিত্র কুরআনের সূরা আল-আম্বিয়ার ১০৭ নম্বর আয়াত উল্লেখ করে বলেন, মহানবী (সা.)-কে “সমগ্র বিশ্বজগতের জন্য রহমত” হিসেবে প্রেরণ করা হয়েছে। ড. ইউনূস মহানবী (সা.)-কে ‘সিরাজাম মুনিরা’ বা ‘এক উজ্জ্বল প্রদীপ’ হিসেবে আখ্যায়িত করেন, যিনি অজ্ঞতা, অবিচার ও নিপীড়ন দূর করতে এসেছিলেন।
ড. ইউনূস বলেন, রাসূল (সা.)-এর অনুপম জীবনাদর্শ, সার্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণেই বর্তমান সংঘাতপূর্ণ বিশ্বে প্রকৃত শান্তি, ন্যায়বিচার ও মানবকল্যাণ প্রতিষ্ঠা সম্ভব। তিনি এই পবিত্র দিনে দেশবাসীসহ মুসলিম উম্মাহর ঐক্য, সমৃদ্ধি ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করেন।