নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কুড়াইলী গ্রামে। নিহতরা হলেন- ওই এলাকার আশ্রাফ উদ্দিনের ছেলে রাকিব (২৫) ও সাকিব (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত হয় সোমবার (৩১ মার্চ, ২০২৫) সকালে। এদিন হিমেল নামে এক যুবককে চুরির অভিযোগে মারধর করে স্থানীয় কয়েকজন। এই ঘটনার প্রতিবাদ করতে গেলে সন্ধ্যায় রাকিব ও সাকিবের সঙ্গে অভিযুক্তদের কথা কাটাকাটি হয়।
এরই জেরে রাতে অভিযুক্তরা দলবদ্ধভাবে রাকিব ও সাকিবের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তাদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
এই ঘটনায় নিহতদের মা রাবেয়া খাতুন বাদী হয়ে পলাশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।