সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্ল্যামার গার্ল ও মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ তার ভক্ত-অনুরাগীদের মাঝে ঝড় তুলেছেন। নিজের ফেসবুক পেজে পোস্ট করা কিছু ছবিতে গোলাপি রঙের পোশাকে তাকে দেখে মুগ্ধ নেটিজেনরা, আর সেই সূত্রেই তাকে ‘বার্বি ডল’ বলে আখ্যা দিয়েছেন অনেকে।
জানা যায়, রোববার (১০ আগস্ট, ২০২৫) রোজা তার ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি শেয়ার করেন। ছবিগুলোতে তাকে একটি হালকা গোলাপি রঙের গাউনে সাগরপাড়ে পোজ দিতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “পিংক পারফেকশন বাই দ্য মারিনা”। রোজার এই স্নিগ্ধ ও আকর্ষণীয় লুক দেখে তার ভক্তরা প্রশংসায় পঞ্চমুখ।
পোস্টটির মন্তব্য ঘরে একজন ভক্ত লেখেন, “যেন সাক্ষাৎ বার্বি ডল”। আরেকজন তাকে জনপ্রিয় অ্যানিমেটেড চরিত্র ‘সিন্ড্রেলা’র সঙ্গেও তুলনা করেন। ছবিগুলোতে রোজার স্বাভাবিক ও লাবণ্যময়ী রূপ মন কেড়েছে সকলের।
রোজা আহমেদ জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের স্ত্রী। পেশাগত জীবনে তিনি একজন সফল মেকআপ আর্টিস্ট এবং উদ্যোক্তা। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে পড়াশোনা শেষ করে তিনি সেখানে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তও তিনি সামাজিক মাধ্যমে ভক্তদের সাথে ভাগ করে নেন। তার ফ্যাশন সচেতনতা ও স্টাইল अक्सरই প্রশংসিত হয়।
এবারের ‘বার্বি ডল’ লুকের ছবিগুলোও তার ব্যতিক্রম নয়, যা তাকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।