কক্সবাজারে পেটের ভেতর অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।
শুক্রবার (২২ আগস্ট) রাতে শহরের হোটেল-মোটেল জোনের কলাতলী এলাকা থেকে নামে ওই রোহিঙ্গা যুবককে আটক করা হয়। তার নাম মুহাম্মদ আব্দুল্লাহ। তিনি টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের এলএমএস-২৪ সি ব্লকের বাসিন্দা।
সেনাবাহিনী জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াবা পাচারের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। আটক করা হয় একজনকে। প্রাথমিক জিজ্ঞাবাদেই নিজের কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করেন সেই যুবক।
পরে বিশেষ প্রক্রিয়ায় তার পেটের ভেতর থেকে ৪৭টি প্যাকেটে মোড়ানো প্রায় আড়াই হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত যুবককে পরে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।