আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন পাকিস্তানি হার্ড হিটার আসিফ আলি। ৭ বছরের ক্যারিয়ারে নিজ দেশের হয়ে ২১ ওয়ানডে ও ৫৮ টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
অবসরের কথা জানাতে গিয়ে আসিফ সামাজিকমাধ্যমে লিখেছেন, পাকিস্তানের জার্সি গায়ে চাপানো আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। দেশের হয়ে মাঠে নামা ছিল আমার সবচেয়ে সম্মানের অধ্যায়।
২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিসের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে জাতীয় দলে অভিষেক আসিফের। তার দুই মাস পর ডাক পান ওয়ানডে দলে। ক্যারিয়ারজুড়ে ব্যাট হাতে করেছেন ৯৫৯ রান।
আন্তর্জাতিক ক্যারিয়ারে আসিফের সবচেয়ে স্মরণীয় ইনিংস নিশ্চয়ই ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। কঠিন মুহূর্তে আফগানিস্তানের বিপক্ষে খেলেছিলেন ৭ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস, যা পাকিস্তানকে গুরুত্বপূর্ণ জয় এনে দেয়। এছাড়া, ২০২২ সালে এশিয়া কাপে ভারতের বিপক্ষে ৮ বলে ১৬ রানের ক্যামিও খেলে পাকিস্তানকে ফাইনালে তোলেন।
মূলত ফিনিশার হিসেবে নাম কামান আসিফ আলি। অফ ফর্ম আর অধারাবাহিকতার কারণে দীর্ঘদিন ধরেই ছিলেন দলের বাইরে। ফেরার আর সুযোগ না দেখে এবার জাতীয় দলের জার্সি তুলে রাখার ঘোষণা দিলেন এই পাকিস্তানি ক্রিকেটার। শুধুমাত্র ঘরোয়া ক্রিকেট ও বিশ্বব্যাপী বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন তিনি।