সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কু/পি/য়ে হত্যা ডাকসু: ক্রীড়া সম্পাদক প্রার্থীকে শুভেচ্ছা জানালেন মিসবাহ-উল-হক দেড় যুগেরও বেশি সময় ধরে ধূমপান, আমার ফুসফুস প্রায় শেষের দিকে: আরশ খান এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে আম্পায়ারিংয়ে বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল নেপালে ‘জেন-জি রেভোলিউশনে’ উত্তাল পরিস্থিতি, সংসদ ভবনে জনতার হানা, নিহত ১৪ আজ অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন: শিক্ষার্থীদের ভোট উৎসব তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে ফিরবেন: ডা. জাহিদ জাতিসংঘের অধিবেশনে যোগ না দেয়ার সিদ্ধান্ত মোদির নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল লক্ষ্মীপুরে আনন্দ পরিবহনের বাস খালে, ৫ জনের মর্মান্তিক মৃত্যু

পাথারিয়ায় চা বাগানে নয়নাভিরাম ‘বেকি লেক’

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০ বার পঠিত

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পাথারিয়া চা বাগান। সবুজে ঘেরা এই চা বাগানে রয়েছে নয়নাভিরাম একটি লেক। স্থানীয়দের কাছে এটি বেকি লেক নামে পরিচিত। প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর লেকটি দেশের বেশিরভাগ মানুষের কাছে এখনো অজানা।

সম্প্রতি সরেজমিন দেখা যায়, চারদিকে বিস্তীর্ণ চা গাছের সারি, পাখির কূজন, বানরের খেলা আর লেকের ওপর ভেসে থাকা শাপলা ফুলের দৃশ্য এখানে এক অন্যরকম সৌন্দর্য সৃষ্টি করে আছে। বাগানের প্রতিটি বাঁক যেন নিয়ে যায় নতুন এক রূপের দিকে। এখানে এসে যে কোনো মানুষ ভুলে যাবে শহরের কোলাহল, ব্যস্ততা আর যান্ত্রিকতা। প্রায় ২৭ একর জমিতে বিস্তৃত এই লেকের চারপাশে ছড়িয়ে থাকা প্রাকৃতিক সৌন্দর্য এটিকে বিশেষ করে তুলেছে। পানিতে ফুটে থাকা সাদা পদ্ম ও লাল শাপলা ফুল এই লেকের প্রধান আকর্ষণ।

জানা যায়, শীত মৌসুমে বিভিন্ন ধরনের অতিথি পাখির আগমন দেখা যায়। পাশাপাশি বক, হাঁসপাখি, সারসসহ কিছু বিরল প্রজাতির পাখির আনাগোনা থাকে বছরজুড়ে, যা পাখিপ্রেমীদের জন্য বাড়তি আনন্দের বিষয়। এ ছাড়া আশপাশে রয়েছে চা শ্রমিকদের জীবনধারার চিত্র, যা পর্যটকদের কাছে এক ভিন্ন অভিজ্ঞতা দেবে।

এমন অপার সৌন্দর্যের এ লীলাভূমিতে পর্যটক না আসার কারণ জানতে চাইলে পাথারিয়া চা বাগানের বাসিন্দা অজিত দাস ও স্থানীয় চা শ্রমিকরা বলেন, এ লেকটা অনেক পুরোনো। আগে শুধু আমরাই যেতাম, এখন বাইরে থেকে টুকটাক লোকজন আসে। আমরা চাই সরকার বা স্থানীয় প্রশাসন একটু উদ্যোগ নিক। তাহলে এখানে অনেক পর্যটক আসবেন।

স্থানীয় যুবক কাইয়ুম আহমদ বলেন, ‘এ এলাকায় অনেক সুন্দর জায়গা আছে; কিন্তু প্রচারের অভাবে কেউ জানে না। যদি এই বেকি লেককে ঘিরে কিছু উন্নয়ন হয়, তাহলে বড়লেখার নাম সারা দেশে ছড়িয়ে পড়বে।’

সৌন্দর্যে ঘেরা লেকটির বর্ণনা দিতে গিয়ে কলেজ শিক্ষার্থী এমরান আহমদ বলেন, ‘নয়নাভিরাম এ সৌন্দর্য দেখলে মন ভরে যায়। গ্রামবাংলার অকৃত্রিম রূপ, ছায়া-মায়া সবই যেন ধারণ করে আছে এ লেকের বুকে। বর্ষা এলে এর সৌন্দর্যে দ্বিগুণ হয়ে ওঠে। আর সেই জাগরণের নিঃশব্দ সাক্ষী হয়ে ওঠে এ লেক। সাদা পদ্ম ও লাল রঙের শাপলা ফুল জানান দেয় প্রকৃতির শুদ্ধ সৌন্দর্যের গল্প।’

নিউ সমনবাগ চা বাগানের ব্যবস্থাপক শাহিদ নেওয়াজ বলেন, ‘বেকি লেককে যদি একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়, তাহলে আমাদের জন্য অত্যন্ত উপকারী হবে। এতে স্থানীয় অর্থনীতি যেমন চাঙ্গা হবে, কর্মসংস্থানের সুযোগও বাড়বে।’

বড়লেখা উপজেলা কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, হাওর, পাহাড়, ঝরনা আর চা বাগানবেষ্টিত এ উপজেলার রয়েছে অনেক খ্যাতি। সারা বছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের পা পড়ে এ উপজেলায়। কিন্তু ভালো মানের আবাসিক হোটেল না থাকায় অনেক বিড়ম্বনার শিকার হতে হয় পর্যটকদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.