সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
ডাকসু: ক্রীড়া সম্পাদক প্রার্থীকে শুভেচ্ছা জানালেন মিসবাহ-উল-হক দেড় যুগেরও বেশি সময় ধরে ধূমপান, আমার ফুসফুস প্রায় শেষের দিকে: আরশ খান এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে আম্পায়ারিংয়ে বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল নেপালে ‘জেন-জি রেভোলিউশনে’ উত্তাল পরিস্থিতি, সংসদ ভবনে জনতার হানা, নিহত ১৪ আজ অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন: শিক্ষার্থীদের ভোট উৎসব তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে ফিরবেন: ডা. জাহিদ জাতিসংঘের অধিবেশনে যোগ না দেয়ার সিদ্ধান্ত মোদির নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল লক্ষ্মীপুরে আনন্দ পরিবহনের বাস খালে, ৫ জনের মর্মান্তিক মৃত্যু চট্টগ্রামে জশনে জুলুছে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু, আহত অন্তত ১০

এবার ভোলার চরফ্যাশনে হানিফ সংকেতের ‘ইত্যাদি’

  • আপডেট সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৪২ বার পঠিত

‘ইত্যাদি’র দৃশ্য। ফাগুন অডিও ভিশনের সৌজন্যে

‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। ২৯ আগস্ট, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

এই আয়োজনের জন্য বেছে নেওয়া হয় ব্রিটিশ আমলে নির্মিত প্রায় শতবর্ষ প্রাচীন ঐতিহাসিক ট্যাফনাল ব্যারেট স্কুলের সামনের প্রাঙ্গণ। অনুষ্ঠান ধারণ উপলক্ষে পুরো ভোলাজুড়েই তৈরি হয় উৎসবের আমেজ।

‘ইত্যাদি’র দৃশ্য। ফাগুন অডিও ভিশনের সৌজন্যে

‘ইত্যাদি’র দৃশ্য। ফাগুন অডিও ভিশনের সৌজন্যে

দুপুর থেকেই অনুষ্ঠানস্থলে ভিড় করতে শুরু করেন হাজারো দর্শক। কেউ এসেছেন ব্যানার–ফেস্টুন হাতে নিয়ে অনুষ্ঠান এবং এর কর্ণধার হানিফ সংকেতকে স্বাগত জানাতে। কিছুক্ষণের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয় স্থানটি। কেবল আমন্ত্রিত দর্শকই নন, অনুষ্ঠানস্থলের বাইরে প্রায় অর্ধলক্ষ মানুষ জড়ো হয় তাঁদের প্রিয় অনুষ্ঠানটি দেখার জন্য। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্থানীয় লোকজনের মতে, ভোলায় এর আগে কোনো অনুষ্ঠানে এত দর্শকের সমাগম ঘটেনি। আশপাশের বাড়িঘরের ছাদ থেকে শুরু করে রাস্তার ধারে দাঁড়িয়ে হাজারো মানুষ উপভোগ করেছেন অনুষ্ঠান। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করেও দর্শকের উচ্ছ্বাসে বারবার মুখরিত হয় পরিবেশ।

‘ইত্যাদি’র দৃশ্য। ফাগুন অডিও ভিশনের সৌজন্যে

‘ইত্যাদি’র দৃশ্য। ফাগুন অডিও ভিশনের সৌজন্যে

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এবারের ‘ইত্যাদি’তে গান রয়েছে দুটি। শুরুতেই ভোলা জেলাকে কেন্দ্র করে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে পরিবেশিত হয়েছে নৃত্য। গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী এতে অংশ নেন। নাচের কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ। অন্যদিকে, কণ্ঠশিল্পী রবি চৌধুরী ও আঁখি আলমগীর গেয়েছেন ‘আমাকে না বলে’ শিরোনামের একটি গান। গানটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল, কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন।

দর্শকপর্বে ভোলাকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচন করা হয় তিনজন দর্শক। দ্বিতীয় পর্বে তাঁরা অভিনয় করেন ভোলারই সন্তান অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে। দর্শকদের কাছে এ অংশটিও বেশ উপভোগ্য হয়ে ওঠে। এবারের ‘ইত্যাদি’তে রয়েছে ভোলার গর্ব এম এ মুহিতকে নিয়ে একটি বিশেষ সাক্ষাৎকার। তিনি একমাত্র বাঙালি, যিনি পরপর দুবার জয় করেছেন পৃথিবীর সর্বোচ্চশৃঙ্গ এভারেস্ট। দ্বিতীয়বার জয়লাভের সময় মুহিত ও নিশাত মজুমদারের হাতে শোভা পাচ্ছিল ‘ইত্যাদি’ লেখা। কেন, কীভাবে—তারই উত্তর দিয়েছেন এই বিশেষ পর্বে।

‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। ফাগুন অডিও ভিশনের সৌজন্যে

‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। ফাগুন অডিও ভিশনের সৌজন্যে

সব সময়ের মতো এবারের ‘ইত্যাদি’তেও রয়েছে একাধিক তথ্যভিত্তিক প্রতিবেদন। ভোলার বিভিন্ন উপজেলা নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন করা হয়েছে। ‘ভোলা গ্রাম ও গুলশান’ নিয়ে থাকছে অনুসন্ধানী প্রতিবেদন।
১৯৭০ সালের ১২ নভেম্বর ভোলা জেলায় সংঘটিত ভয়াবহ ঘূর্ণিঝড়ের ধ্বংসযজ্ঞও উঠে এসেছে একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনায়। পাশাপাশি পরিবেশ ও আবহাওয়ার অনুকূলে গড়ে ওঠা মহিষকেন্দ্রিক ব্যবসা, মহিষের বাথান ও বাণিজ্য নিয়েও থাকছে তথ্যসমৃদ্ধ প্রতিবেদন।

মৎস্য খাত ভোলার মানুষের অন্যতম প্রধান আয়ের উৎস। তবে নদীতে মাছ ধরতে গিয়ে অনেক জেলে দুর্ঘটনার শিকার হন। তাঁদেরই এক পরিবারের করুণ কাহিনি তুলে ধরা হয়েছে এবারের প্রতিবেদনে। বিদেশি প্রতিবেদন হিসেবে দেখানো হবে চীনের বেইজিংয়ের বিখ্যাত সামার প্যালেস—এক প্রাসাদ, বাগান ও হ্রদের অনন্য সমন্বয়।
নাট্যাংশ ও সমসাময়িক প্রসঙ্গ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.